• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪২৯

ক্রিকেট

মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৫ এপ্রিল ২০২৪

স্পোর্টস ডেস্ক:

ঈদের ছুটি কাটিয়ে খেলায় ফিরেছেন ক্রিকেটাররা। ডিপিএলের দশম রাউন্ডের ম্যাচে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমির মুখোমুখি হয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। এই ম্যাচে দশ উইকেটের বড় জয় পেয়েছে মাশরাফীর রূপগঞ্জ।

তবে এদিন ম্যাচ চলাকালীন সময়ে অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনার মুখোমুখি হয়েছে দুই দল। প্রেসিডেন্ট বক্সের পেছনে লেগে যায় আগুন। জানা গেছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে খেলার ফলাফল নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে আগুন লেগে যাওয়ার পর খেলা ১০ মিনিট বন্ধ ছিল। পরে আগুন নিয়ন্ত্রণে আসলে ফের খেলা শুরু হয়।

বিকেএসপির ৩ নম্বর মাঠে টসে জিতে আগে গাজী টায়ার্সকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ। ইফতিখার হোসাইন ইফতি এবং মোহাব্বত হোসেন রোমানের উদ্বোধনী জুটি থেকে রান আসে ৪১। ১৭ বলে ২৬ রান করে সাজঘরে ফেরেন রোমান।

ওপেনিং জুটি ভাঙার উইকেট মিছিল শুরু করে বাকিরা। দুর্দান্ত বোলিংয়ে গাজী টায়ার্সের ব্যাটিং লাইন-আপকে ধসিয়ে দিতে থাকেন রূপগঞ্জের বোলাররা।

শেষ পর্যন্ত ৪৪.২ ওভারের মাথায় ১৫০ রানে অলআউট হয়ে যায় গাজী টায়ার্স। ইনিংস সর্বোচ্চ ৩০ রান করেন ইফতেখার। দুই ওপেনার বাদে আর মাত্র একজনই ছুঁতে পেরেছেন ২০ রানের কোটা, ৫৩ বলে ২০ রান করেন ইফতেখার সাজ্জাদ। ১০৯ রানের মধ্যে শেষ ৯ উইকেট হারায় গাজী টায়ার্স।

রূপগঞ্জের হয়ে ৪ উইকেট নেন শুভাগত হোম চৌধুরী। মাশরাফী বিন মোর্ত্তজা এবং আবদুল হালিম নেন দুটি করে উইকেট।

ছোট লক্ষ্য তাড়া করতে নেমে বেধড়ক পিটুনি শুরু করেন রূপগঞ্জের ওপেনার তাওফিক খান তুষার। আরেক ওপেনার সাদমান ইসলাম কিছুটা রয়েসয়ে খেললেও তুষার ছিলেন আগুনে রূপে। মারমুখি ব্যাটিংয়ে দ্রুতই ফিফটি তুলে নেন তিনি।

ফিফটির পরেও চলেছে তাণ্ডব। বিস্ফোরক এক সেঞ্চুরি হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন তুষার। ৬৬ বলে ১১৪ রানের দারুণ এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন তিনি।

অন্যদিকে ৫১ বলে ৩৫ রান করে অপরাজিত ছিলেন সাদমান। ১০ উইকেট এবং ১৮৪ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় রূপগঞ্জ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads